
চেরাপুঞ্জি (Cherrapunji) পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতের স্থান যা তামাবিল থেকে একেবারেই কাছে ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। শিলং থেকে ৫৬ কিলোমিটার দূরের এই শহরের উচ্চতা ৪,২৬৭ ফুট। বাংলাদেশ সীমান্ত থেকে চেরাপুঞ্জি সোজাসুজি কুড়ি কিলোমিটারেরও কম। বাড়ির পাশেই বিশ্বের বৃষ্টিবহুল এই এলাকা, সেখানে আষাঢ় কিংবা শ্রাবণের বৃষ্টি উপভোগ এক অসাধারণ অভিজ্ঞতা। বৃষ্টির মৌসুমে ঘুরে আসুন চেরাপুঞ্জি থেকে। সাথে মেঘালয়ের (Meghalaya) রাজধানী ভারতের অন্যতম পর্যটন শহর শিলং। কেউ কেউ বলেন, দার্জিলিং যদি হয় রূপের রানী তা হলে শিলং (Shillong) হচ্ছে রাজা।
আইটেনারি
- ডাউকি বর্ডার
- উমক্রেম রিভার
- উমক্রেম ফলস
- বোরহিল ফলস
- লিভিংরুট ব্রিজ
- মাওলিনং ভিলেজ
- সেভেন সিস্টার ফলস
- দ্যা গার্ডেন অফ কেইভ
- নোহকালিকাই ফলস
- লাইটলুম ক্যানিয়ন
- উমিয়াম লেক
- ডাউকি রিভার
- ডাউকি ব্রিজ
- কায়াকিং
- সুইমিং