মাওলিননং

ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার মাওলিননং (Mawlynnong) গ্রামটি এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পেয়েছে পরপর দুবার আন্তজার্তিক ট্রাভেল ম্যাগাজিনের থেকে। এর আগে ২০১৩ সালেও এ গ্রামটি এশিয়ার পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পায়। ওয়ার্ল্ড ক্লিনেস্ট ভিলেজ (World Cleanest Village) বলা হয় গ্রামটাকে! এ গ্রামটিতে স্বাক্ষরতার হার ১০০ শতাংশ। মাতৃতান্ত্রিক এই গ্রামে নিয়ম অনুযায়ী পারিবারিক সম্পত্তি মায়ের থেকে পরিবারের সবথেকে ছোট মেয়ের হাতে যায়। এই গ্রামের যাবতীয় বর্জ্য বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট ডাস্টবিনের মধ্যে সংগ্রহ করা হয়। তারপরে সেই বর্জ্য থেকেই সার তৈরি করা হয়।

ঘন নীল আকাশ, সবুজে ভরা গাছগাছালি, রকমারি ফুলবাহারি, কত প্রজাপতির ওড়াউড়ি। সুন্দর করে বাড়িগুলো সাজানো। এ গ্রামের সবাই শিক্ষিত। সুন্দর রুচির ছাপ সর্বত্র। ডাস্টবিনগুলোও সুন্দর, অদ্ভুত। না শুধু গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেই যে পৃথিবীর সেরা গ্রাম, তা নয়। গ্রামের মানুষের পোশাক-পরিচ্ছদ, বাড়িঘর, সব কিছু একদম ঝকঝকে, তকতকে। এখানে কেউ যত্রতত্র কিছু ফেলতে পারে না, মদ খাওয়ার অনুমতি নেই বাইরে। কারোর সঙ্গে বিরূপ ব্যবহার করা যায় না, ফুল তোলা বা গাছের পাতা ছেড়াও নিষেধ। রয়েছে আরও নিয়মবিধি।

গ্রামের কোনও বাসিন্দাই যত্রতত্র আবর্জনা ফেলেন না বরং এখন তারা প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করার ওপরে জোর দিয়েছেন। গ্রামের জঙ্গল এবং সবুজায়ন রক্ষা করতে মাওলিননংয়ের (অনেকে লিখে মাউলিননং) বাসিন্দারা নিয়মিত গাছ লাগান।

শিলং থেকে মাওলিননংয়ের দূরত্ব মাত্র ৯০ কিলোমিটার। ভারত এবং বাংলাদেশের সীমান্তে পাহাড়, জঙ্গল, ঝর্নায় ঘেরা এই গ্রামটি মেঘালয়ের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে উঠে এসেছে। গ্রামের পাহাড়ি একটি ঝর্নার উপরে গাছে শিকড়ের তৈরি সাঁকোও (Living root Bridge) পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের স্থান।

কিভাবে যাবেন

বাংলাদেশ থেকে যেতে হলে তামাবিল-ডাউকি পোর্টের ভিসা নিতে হবে। ডাউকি থেকে ট্যাক্সি যোগে মাওলিননং যাওয়া যায়। অথবা আপনার প্ল্যানে যদি শিলং ট্যুর থেকে থাকে তাহলে শিলং থেকে ট্যাক্সিযোগে এই গ্রামে এসে ঘুরে যেতে পারবেন।

কোথায় থাকবেন

থাকার জন্যে আপনাকে শিলং এ হোটেলের ব্যবস্থা করতে হবে। দিনে যেয়ে দিনে ফেরা যায় বলে সাধারনত পর্যটকরা শিলং এই থাকার ব্যবস্থা করে থাকে।

মাওলিননং এ থাকার জন্যে বেশ কিছু হোমস্টে এর ব্যবস্থা আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো – Ila Jong (09615043027), Ha La Rympei (+91 9615823660), আরেকটি হলো ভিলেজ গেস্ট হাউজ। যোগাযোগ যার সাথে করতে হবে তার নাম ক্যারল (Carol) 09436104844.খরচ পরবে দিনপ্রতি ১৭০০-১৮০০ রুপী।

0
    0
    অর্ডার লিস্ট
    কার্টে কিছু নেইআবার অর্ডার করুন