কোলাখাম

কোলাখাম (Kolakham) আরেক অবাক পৃথিবীর নাম যা লাভা থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত। মাত্র ৬০টি ঘর নেপালি ‘রাই’ সম্প্রদায়ের মানুষের বসতি গড়ে উঠেছে এখানে। তারই ফাঁকে ফাঁকে কয়েকটি রিসর্ট নেওড়া ভ্যালি ফরেস্টের ঠিক গা ঘেঁষে। বনের ভেতরে ঢোকার ব্যাপারে বন বিভাগের বারণ আছে। তবু অল্পবিস্তর হাঁটাহাঁটি চলতে পারে। কাছেই আছে ছাঙ্গে ফলস এবং চেল নদী। অপার নীল আকাশে উন্মুক্ত কাঞ্চনজঙ্ঘা, কাবরু, পান্ডিম, সিনিয়লচু ইত্যাদি। সময় এখানে থমকে আছে। ব্যস্ত পৃথিবী থেকে কয়েকটা দিন ছুটি নিয়ে এখানে ঢুকে পড়া যায় এক অনন্ত সৌন্দর্যখনির ভেতরে।

কোলাখাম তার অপূর্ব নিসর্গ নিয়ে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি। চোখ মেললে সামনে দেখবেন তুষারধবল কাঞ্চনজঙ্ঘা। কোলাখাম থেকে যে রাস্তাটি চলে গেছে লাভার দিকে, তার প্রায় সবটাই গিয়েছে নেওড়া ভ্যালি জঙ্গলের ভিতর দিয়ে। এই রাস্তা ধরে এগোলে চোখে পড়ে অজস্র পাখি। ডার্ক সাইডেড ফ্লাই ক্যাচার, রুফাস সিবিয়া, গ্রিন-ব্যাকড টিট ইত্যাদি। সন্ধেবেলা কোলাখাম থেকে দেখবেন আলো ঝলমলে রিশপ। মনে হয় অন্ধকার পাহাড়ের গায়ে অজস্র উজ্জ্বল হীরকখণ্ড।

ছাঙ্গে ঝর্ণার উদ্দেশ্যে যেতে হবে ঘন জঙ্গল চিরে। কানে আসবে জলপ্রপাতে প্রবল শব্দ। ৩০০ ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়েছে জলধারাটি। যদি বাংলোর চৌহদ্দিতেও গা এলিয়ে বসে থাকেন, তবুও ঝকঝকে নীল আকাশের গায়ে চকচকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে মন জুড়িয়ে যাবে।

কিভাবে যাবেন

শিয়ালদহ থেকে রাত্রি ৮টা ৩০ মিনিটে ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে পরদিন সকাল ১০টায় নামুন নিউ মাল জংশনে। সেখান থেকে গাড়িতে লাভা। লাভা থেকে আট কিলোমিটার দূরে কোলাখাম। নিউ মাল থেকে লাভার দূরত্ব ৫২ কিলোমিটার।

অথবা শিলিগুড়ি থেকে জীপ নিয়ে কালিম্পং হয়ে লাভা, লাভা থেকে জীপে কোলাখাম।

বুড়িমাড়ি সীমান্ত থেকে সরাসরি জীপ নিয়ে লাভা চলে যেতে পারেন।

কোথায় থাকবেন

কোলাখামে থাকার জন্য রয়েছে নেওড়া ভ্যালি ইকো হাট, ফোন ৯৬৭৪৯০০১০১। ভাড়া ১৬০০-২৩০০ ভাড়া টাকা। সঙ্গে সকালের নাস্তার খরচ ধরা আছে। এ ছাড়াও রয়েছে কোলাখাম রিট্রিট, ফোন ৯৮৩০১৪৭৭১৮।

0
    0
    অর্ডার লিস্ট
    কার্টে কিছু নেইআবার অর্ডার করুন