তমা তুঙ্গী পর্যটন কমপ্লেক্স (Toma Tungi Parjatan Complex) অপরূপ সৌন্দর্যের লীলভূমি বান্দরবান জেলার থানচি উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে গড়ে ওঠা নতুন এক পর্যটন স্থান যেখান থেকে সসরকারি দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, দ্বিতীয় সর্বোচ্চ কেওক্রাডং পর্বতশৃঙ্গ আর সাম্প্রতিক সময়ে জনপ্রিয় পর্যটন সড়ক ডিম পাহাড় দেখার দারুন সুযোগ।
দুটি ভাগে বিভক্ত করে গড়ে তোলা এ পর্যটনকেন্দ্রর চারপাশেই রয়েছে সবুজ পাহাড়ের সমারোহ। বিশেষ করে ছবি তোলার জন্য আকর্ষণীয়ভাবে গড়ে তোলা হয়েছে তমা তুঙ্গীকে। তাই প্রতিনিয়তই তমা তুঙ্গীতে পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। ট্যুরিস্ট ভিউ পয়েন্ট-১ ও ট্যুরিস্ট ভিউ পয়েন্ট-২ নামে পাশাপাশি দুটি স্থান রয়েছে তমা তুঙ্গীতে। এর মধ্যে ট্যুরিস্ট ভিউ পয়েন্ট-১ থেকে তাজিংডং, দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং এবং ডিম পাহাড় দেখা যায়। দিক নির্ণয়ের জন্য সেখানে তিনটি ভিউ পয়েন্ট নির্মাণ করা হয়েছে। পর্যটকেরা সেখানে গেলে এই ভিউ পয়েন্ট থেকে এই তিন পাহাড় দেখার সুযোগ পান। বসার জন্য তৈরি করা হয়েছে কয়েকটি বেঞ্চ। রয়েছে ছোট্ট একটি পানির ফোয়ারা। ঘুরে বেড়ানোর জন্য রয়েছে বিশাল জায়গা।
তমা তুঙ্গী যাওয়ার উপায়
ঢাকা-চট্টগ্রাম বা দেশের যেকোনো স্থান থেকে সড়কপথে বান্দরবান গিয়ে সেখান থেকে থানচি উপজেলায় যাওয়ার ব্যবস্থা রয়েছে। জেলা সদর থেকে বাস, জিপ, মাইক্রো অথবা মোটরসাইকেল ভাড়া নিয়ে থানচির তমাতুঙ্গী যাওয়া যায়। সদর থেকে সড়কপথে তিন ঘণ্টার পথ পাড়ি দিয়ে থানচি সদরে গিয়ে সেখান থেকে মাত্র ১০ থেকে ১২ মিনিটের পথ গেলেই তমা তুঙ্গী পর্যটন স্পট। জেলা সদর থেকে অনেক দূরে হলেও যাতায়াতের সুবিধা থাকায় অনায়াসেই জিপ, মাইক্রো বা বাসে চেপে কিংবা মোটরসাইকেলে চড়ে তমা তুঙ্গী যাওয়া যায়।